সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনকে স্বাগত জানাল বাংলাদেশ

পররাষ্ট্র

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, 'বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং সৌদি আরব ও ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে বাংলাদেশ স্বাগত জানায়।'

আগামী ২ মাসের মধ্যে নিজেদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য চীনের মধ্যস্থতায় গত শুক্রবার একটি চুক্তিতে পৌঁছায় ইরান ও সৌদি আরব।

মোমেন বলেন, 'বাংলাদেশ বিশ্বাস করে যে এ সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে, স্থিতিশীলতা বজায় রাখতে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে অবদান রাখবে।

বিবৃতিতে দুই দেশের আলোচনাকে সহজ করতে চীন, ইরাক ও ওমানের ভূমিকার প্রশংসা করা হয়।

চীনের বেইজিংয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি এবং সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাআদ বিন মোহাম্মদ আল আইবানের মধ্যে বেশ কয়েকদিনের আলোচনার পর শুক্রবার এ চুক্তি সই হয়।

২০১৬ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago