গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক।
আজ শুক্রবার সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'বার্ন ইনস্টিটিউটে ৮ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ২ জন সুস্থ হওয়ার পথে, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।'
এদিকে কোনো নিখোঁজের ব্যাপারে জানা গেলে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি টিম এখনো ঘটনাস্থলের আশেপাশে টহলে আছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ডেপুটি ডিরেক্টর দীনমনি শর্মা ডেইলি স্টারকে বলেন, 'আমাদের একটি টিম এখনো সেখানে টহলে আছে। তবে নতুন করে আর কোনো নিখোঁজের বিষয়ে জানা যায়নি।'
এদিকে নিরাপত্তার কারণে ভবনের ভেতরে ঢুকতে না পারায় মালপত্র চুরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভবনটির 'বিসমিল্লাহ স্যানেটারি' দোকানের মালিক আবুল বাশার ডেইলি স্টারকে বলেন, 'আমাদের গোডাউনে অনেক দামি মালপত্র আছে। কিছু নষ্ট হয়েছে, কিছু ঠিক আছে। এই মালপত্রগুলো বের করতে পারলে আমাদের সুবিধা হতো। এগুলো চুরি হতে পারে সেই আশঙ্কা থেকে আমরা পালাক্রমে পাহারা দিচ্ছি।'
'ভবন সংস্কার শেষ হওয়া পর্যন্ত অনেক সময় লাগবে। যেসব মালপত্র গোডাইনে আছে সেগুলো বিক্রি করে হলেও আমরা কিছুটা স্বস্তি পেতাম,' বলেন তিনি।
Comments