গুলিস্তানে বিস্ফোরণ

এখনো খোঁজ মেলেনি দোকান ম্যানেজার স্বপনের

সিদ্দিকবাজারে বিস্ফোরণ
বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে ডিএসসিসির সাইনবোর্ড। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বিকেল ৫টার দিকে ভবনটি থেকে দুজনের মরদেহ বের করে আনার পর ঝুঁকি বিবেচনায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখনো একজন নিখোঁজ আছেন। তার খোঁজ পেতে ভবনটির সামনে ভিড় করে আছেন স্বজনরা।

নিখোঁজ মেহেদি হাসান স্বপন বিস্ফোরণ ঘটা ভবনটিতে বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানের ম্যানেজার ছিলেন।

স্বপনের শ্যালক আবু তাহের বলেন, দুজনের মরদেহ বের করে এনে উদ্ধার অভিযান স্থগিত করা হলো। এখন আমরা কী করব? আমরা স্বপনের খোঁজ পাইনি।

তাহের বলেন, আমরা হাসপাতালেও স্বপনের খোঁজ করেছি। যে দোকানে স্বপন কাজ করত সেখানেই তার মরদেহ থাকতে পারে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান বলেন, রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আমরা এরপরও সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উদ্ধার করেছি। ভেতর থেকে মালামাল বাইরে এনে কাজ করেছি।

তিনি বলেন, ধ্বংসস্তূপে অনেক মাটি ছিল। আমরা দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আরেকজন নিখোঁজ থাকার কথা আমরা জেনেছি। এ ব্যাপারে আরও যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh opposes‘push-in’, seeks diplomatic solution with India: Home adviser

"India has been urged not to conduct push-ins but to follow established protocols"

6m ago