নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা ছাড়াই ইউরোপে টুইটারের ব্লু টিক

আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনার হেলেন ডিকসন। ছবি: লিউক ম্যাক্সওয়েল
আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনার হেলেন ডিকসন। ছবি: লিউক ম্যাক্সওয়েল

ইউরোপীয় ইউনিয়নের এক তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা টুইটারের নতুন ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনার হেলেন ডিকসনের বরাত দিয়ে জানিয়েছে, টুইটার এই সংস্থার সঙ্গে আলোচনা না করেই নতুন সেবাটি চালু করেছে, যা উদ্বেগের বিষয়।

টুইটারের ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডের ডাবলিন শহরে অবস্থিত। এ কারণে কমিশনার হেলেন ও তার সংস্থা ইউরোপে টুইটারের মূল নিয়ন্ত্রক হিসেবে বিবেচিত।

তিনি বলেন, এই সেবা গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণ হতে পারে। অনেকেই জনপ্রিয় ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলতে পারে। এ বিষয়ে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া থাকা প্রয়োজন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টুইটার কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ধনীদের অন্যতম ইলন মাস্কের মালিকানাধীন টুইটার ইউরোপের বেশ কিছু বাজারে এ সেবা চালু করেছে। যার ফলে আগে ভেরিফায়েড অ্যাকাউন্টে বিনামূল্যে দেওয়া ব্লু টিক এখন সুনির্দিষ্ট  মাসিক ফি'র বিনিময়ে যেকোনো গ্রাহক পেতে পারেন। গত বছর এটি যুক্তরাষ্ট্রে চালু হয়।

ডিকসন এক সাক্ষাৎকারে বলেন, 'এ সপ্তাহে ইইউ'র অন্তর্ভুক্ত কিছু দেশে (টুইটারের) ব্লু টিক সেবা চালু হওয়ায় আমরা কিছুটা উদ্বিগ্ন, কারণ আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের কার্যালয়ের সঙ্গে আলোচনার আগে এটা চালু হবে না'।

এ বিষয়ে কোন আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া চালু করা না হলেও তিনি জানান, 'আমরা টুইটারের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি'। তিনি আরও জানান, নতুন পণ্য বাজারে আনার আগে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করা 'সবার জন্য উপকারী'। 

এর আগে নভেম্বরে ডিকসন টুইটারে কর্মী ছাঁটাই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর লোকবল কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের গোপন তথ্য সুরক্ষিত রাখার বিষয়টিকে প্রাধান্য দেবে কী না, সেটা নিয়েই মূলত তিনি উদ্বেগের কথা জানান।

তবে টুইটারের এখন 'খুবই বলিষ্ঠ' একজন তথ্য সুরক্ষা কর্মকর্তা আছেন, যোগ করেন ডিকসন।

তিনি আরও বলেন, 'তবে এই তথ্য সুরক্ষা কার্যালয়ের বাইরেও অনেক শক্তি কাজ করছে। আমাদেরকে সেগুলোর বিষয়ে আরও ভালো করে জানতে হবে'।

 

Comments

The Daily Star  | English

Gaza civil defence says Israeli forces kill 23

Among the casualties were three children who were killed in an air strike on a home in Jabalia, northern Gaza

46m ago