সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২০

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিলবালিয়া ধোপাদহ গ্রামের বাবুল ফকিরের ৭৫ শতাংশ বসতভিটার জমি নিয়ে প্রতিবেশী কামাল ফকিরের সঙ্গে বিরোধ ছিল। জমির মালিকানা দাবি করে কালাম ফকির থানায় মামলাও করেছেন।

আহতরা হলেন, রহিমা (৫০) বাবুল ফকির (৩০) গফুর ফকির (২৫) কদ্দুস ফকির (৭০) শামীম ফকির (৩০) মিন্টু (২৭) শাজাহান ফকির (৫৫), মসলিম ফকির (৫৫) উবাইদুল্লা ফকির (৫০) সুটি বেগম (৪০) সেলিনা (৩০)।

বাবুল ফকির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বসতভিটায় জোড়পূর্বক ড্রেন দিতে আসছিল। আমরা বাধা দিতে গেলে আমাদের লাঠি, ট্যারা দিয়ে আঘাত করে আহত করে তারা।

অন্যদিকে কামাল ফকির বলেন, ওই জায়গা আমাদের। আমরা থানায় মামলা করেছি। আমরা তাদের আক্রমণ করি নাই। তারা নিজেরা নিজেদের আহত করে থানায় মামলা করতে গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাব্বত কবির দ্য ডেইলি স্টারকে জানান, সংঘর্ষের ঘটনায় সরিষাবাড়ী থানায় ১৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন বাবুল ফকির। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago