বাংলাদেশ সফর শেষ জ্যাকসের

ছবি: এএফপি

চলমান ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে অভিষেক হয়েছে উইল জ্যাকসের। কিন্তু বিধি বাম। প্রথম ওয়ানডে সিরিজটা পুরোপুরি খেলার সুযোগ হলো না তার। চোটে ইংল্যান্ডের এই ডানহাতি অলরাউন্ডারের বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে।

রোববার জ্যাকসের মাঠের বাইরে ছিটকে যাওয়ার খবর দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, ২৪ বছর বয়সী জ্যাকস ঊরুতে চোট পেয়েছেন।

আঘাত বেশ গুরুতর হওয়ায় বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে খেলতে পারবেন না জ্যাকস। সেখানেই শেষ নয়। পাশাপাশি দুই দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দর্শক হয়ে থাকতে হবে তাকে।

গত শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ইংল্যান্ড। ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাম ঊরুতে চোট লাগে জ্যাকসের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

অভিষেক ওয়ানডেতে জ্যাকস রেখেছিলেন কার্যকর পারফরম্যান্স। বল হাতে ৫ ওভারে ১৮ রানে ১ উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে ৩১ বলে ২৬ রানের ইনিংসে কিছুটা সময় সঙ্গ দেন সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হওয়া ডাভিড মালানকে। পরের ম্যাচে অবশ্য বিবর্ণ ছিলেন তিনি। ৪ বল খেলে ১ রানে আউট হওয়ার পর অফ স্পিন করে উইকেটও পাননি।

ওয়ানডে বা টি-টোয়েন্টি স্কোয়াডে জ্যাকসের পরিবর্তে কাউকে অন্তর্ভুক্ত করেনি ইংল্যান্ড। ফলে একাদশ বেছে নেওয়ার জন্য মাত্র ১৩ জন খেলোয়াড় থাকবে তাদের হাতে। শেষ মুহূর্তে কেউ আঘাত পেলে বা অসুস্থ হলে বিপাকে পড়বে তারা।

ইতোমধ্যে সিরিজ নিজেদের পকেটে পুরেছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংলিশরা। প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জেতে তারা। দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের বিশাল ব্যবধানে তাদের কাছে হারে বাংলাদেশ।

আগামীকাল সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ইংল্যান্ডের সামনে রয়েছে তামিম ইকবালের দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি।

Comments

The Daily Star  | English

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

15h ago