নিপাহ ভাইরাস: শ্বশুরের পর মারা গেলেন পুত্রবধূ

ছবি: সংগৃহীত

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা বেগম (২৫) নামের এক নারী মারা গেছেন।

এ নিয়ে এ বছর নিপাহ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

একই সংক্রমণে শ্বশুর আব্দুল হক (৬৫) মারা যাওয়ার ২২ দিন পর পুত্রবধূ ফরিদা মারা গেলেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানিয়েছেন, আব্দুল হকের স্ত্রী ও ফরিদার শাশুড়ি রহিমা বেগম (৬০) একই ধরনের উপসর্গ নিয়ে রামেকের আইসিইউতে ভর্তি আছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৩ জনই নওগাঁর মান্দা উপজেলায় তাদের বাড়ির পাশের একই গাছ থেকে সংগ্রহ করা কাঁচা খেজুরের রস পান করেছিলেন।

ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর), আইসিডিডিআর,বি এবং ইকোহেলথ অ্যালায়েন্সের একটি যৌথ দল প্রাদুর্ভাবের বিষয়টি তদন্ত করতে গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে।

আইইডিসিআরের ভাইরোলজির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শারমিন সুলতানা গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল হক এবং তার পুত্রবধূ ২ জনেরই আইইডিসিআর ল্যাবে নিপাহ ভাইরাস পজিটিভ এসেছে। আমরা সন্দেহ করছি, তৃতীয় রোগীও (রহিমা) নিপাহ সংক্রমণে আক্রান্ত। তবে আমরা এখনও তার নমুনা পরীক্ষা করতে পারিনি।'

'আমাদের তদন্ত দল বিস্তারিত তথ্য সংগ্রহ করার আমরা সবকিছু জানতে পারব', যোগ করেন তিনি।

Comments