মানবপাচার

দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার

তাদের অবৈধ পথে দেশটিতে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 
দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এই বাড়ি থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের একটি বাড়ি থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাদের অবৈধ পথে দেশটিতে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

ঘটনায় জড়িত এক মানবপাচারকারীকেও আটক করা হয়েছে।  

গত সোমবার পুমালাঙ্গার বোম্বেলার বাইরে কামাগুগু এলাকার একটি বাড়ি থেকে ওই ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। 

আটক সন্দেহভাজন মানবপাচারকারীও বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র সেলভি মোহলালা গণমাধ্যমকে বলেন, 'সন্দেহভাজন ব্যক্তিও বাংলাদেশের। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হচ্ছে'।

তিনি বলেন, 'ওই বাড়িতে আমরা যে বাংলাদেশি নাগরিকদের পেয়েছি, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তাদের কেউ মিডেলবার্গে এবং অন্যরা জোহানেসবার্গে যাওয়ার অপেক্ষায় ছিলেন।'

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'আমাদের তদন্ত শেষ হয়নি। চক্রের সদস্যের ধরতে অভিযান চলবে। আশা করি যে অপরাধীরা ধরা পড়বে।'

লেখক: দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক
 

Comments

The Daily Star  | English

UK's Labour sweeps to power as Sunak concedes election

Sunak conceded defeat and said he had called Starmer to congratulate him on his victory.

39m ago