বাংলাদেশে হিন্দি ‘পাঠান’ সিনেমা মুক্তির বিরুদ্ধে ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল । ছবি: সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল । ছবি: সংগৃহীত

বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউডের সিনেমা 'পাঠান'। এই  সিনেমাটা মুক্তির বিষয়ে বেশকিছু শর্ত দিয়েছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। তারমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পদক নিপুণ আক্তার বলেছিলেন, এদেশে 'পাঠান' চালাতে হলে লাভের ১০ শতাংশ শিল্পী সমিতিকে দিতে হবে।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি কবিরপুর গাজীপুরে চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় দ্য ডেইলি স্টারকে মনোয়ার হোসেন ডিপজল বলেন, 'আমাদের কেন হিন্দি সিনেমা আমদানি করতে হবে? ভাষার মাসে কোন যুক্তিতে হিন্দি সিনেমা চলবে? আমাদের দেশে ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। কয়েক মাস আগে থেকে সিনেমা হলে দর্শক ফিরছে। গল্প ভালো হলে অবশ্যই দর্শক হলে ফিরবে।'

তিনি আরও বলেন, 'আগে যখন সিনেমায় অস্থিরতা ছিলো, তখন তো আমরাই টেনে নিয়ে গেছি বাংলা সিনেমাকে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা করা আমাদের জন্য মঙ্গলজনক নয়। আমার বিশ্বাস বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে। হিন্দি সিনেমা নয়, বাংলা সিনেমা দেখতে চায় এদেশের মানুষ। পাঠান সিনেমার  লাভের অংশ কেনো শিল্পী সমিতি চাইবে? পারলে নিজেরা কিছু করে দেখাক। আমি হিন্দি সিনেমার বিপক্ষে আছি, থাকবো।'

 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago