পানি সরবরাহের আড়ালে ইয়াবা পাচার, অস্ত্রসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার কাভার্ডভ্যানের চালক ও সহকারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কক্সবাজারে পানি সরবরাহের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পানি সরবরাহের কাভার্ডভ্যানের চালক ফরিদ মিয়া (২৫) ও হেলপার নূর হোসেন (২৭)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ ফরেস্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, 'কাভার্ডভ্যানের তেলের ট্যাংকারের ওপরের অংশে তৈরি করা গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালক ফরিদ মিয়ার কাছ থেকে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

38m ago