খালেদা জিয়ার রাজনীতির বিষয়ে সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে: টুকু

ইকবাল হাসান মাহমুদ টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য 'জনমনে ধোঁয়াশা' সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'ওরা (সরকার) একেক সময় একেক রকম বক্তব্য দিচ্ছে। ওরা ধোঁয়াশার সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী একবার বললেন যে খালেদা জিয়া রাজনীতি করলে আবার জেলে পাঠিয়ে দেবেন। আবার এখন তারই আইনমন্ত্রী বলছেন, খালেদা জিয়ার রাজনীতি করতে মানা নেই। আমি কোনটাকে ধরব, আপনারাই বলেন।'

তিনি বলেন, 'আমি সব সময় বলি, হঠাৎ করে বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন-এই কথাটা বলার আগে যেসব কথাবার্তা বলেছে সরকার সেগুলোকে এক করেন। এক করে বুঝবেন যে, ওরা কী মিন করছে।'

'এটা নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। তবে আপনাদের উচিত তাদের বক্তব্য সবগুলো মিলিয়ে ওরা কী মিন করে সেটা বের করা,' যোগ করেন তিনি।

আইনমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে টুকু বলেন, 'এটাকে আমি অবান্তর মনে করি। বেগম খালেদা জিয়া রাজনীতি করে রাজনীতির মাঠ থেকে নেত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচন করে। যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখান থেকে নির্বাচিত হয়েছেন। উনি জোর করে ক্ষমতায় থাকেন নাই, ক্ষমতায় থাকার চেষ্টাও করেন নাই।'

এই বিএনপি নেতা আরও বলেন, 'রাজনীতির পরিবেশ হলে অবশ্যই বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে বেগম খালেদা জিয়া রাজনীতি করলে জেলে পাঠিয়ে দেবো। উনাদের কোন কথার কী মিনিং ধরব। আমরা কোনো মিনিং ধরি না। ওরা কী বলে ওরা জানে। ওরা কী বলে ওদের কথার অর্থ ওরা বুঝে, আমরা বুঝি না, জনগণ বোঝে না। বিএনপি এই বক্তব্য নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়।'

সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা-নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, 'ক্যাম্পাসগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, শিক্ষাব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের মেয়েরা টার্গেট হচ্ছে। ছাত্রলীগ যে অদম্যভাবে আমাদের মেয়েদের ওপর অত্যাচার করছে এতে আমরা উদ্বিগ্ন।'

'এসব নিয়ে আমরা ভবিষ্যতে কর্মসূচি দেবো। এ বিষয়ে আমরা ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি,' বলেন তিনি।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির নেতাদের এক ঘণ্টার বৈঠকে চলমান যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা খসড়া প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Power, Energy Sector: Arrears, subsidies weighing down govt

The interim government is struggling to pay the power bill arrears that were caused largely by “unfair” contracts signed between the previous administration and power producers, and rising international fuel prices.

6h ago