বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন মতলব দক্ষিণ উপজেলার উপাদী এলাকার মো. হাবিব বেপারী (২৬), চাঁদপুর সদরের গোবিন্দীয়া এলাকার নেসার হাওলাদার (৪০) ও বিষ্ণুপুর এলাকার মাহবুব প্রধানীয়া (৫০)।
গুরুতর আহত জাকির হোসেনকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, 'ভোরে ঘোষেরহাট এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাককে চাঁদপুরগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করলে সে সময় বিপরীত দিক থেকে আসা চাঁদপুরের কুমিল্লাগামী বোগদাদ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।'
'এতে ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত হন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।'
তিনি জানান, বাস, অটোরিকশা ও ট্রাকটি পুলিশের হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় এখনো কোন মামলা বা আটক হয়নি।
Comments