১ দিনের জন্য আগামীকাল সিনেমা হলে ‘পরাণ’ ও ‘হাওয়া’

পরান ও হাওয়া সিনেমার পোস্টার কোলাজ। ছবি: স্টার সিনেপ্লেক্সের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া
পরান ও হাওয়া সিনেমার পোস্টার কোলাজ। ছবি: স্টার সিনেপ্লেক্সের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

গত বছরের আলোচিত সিনেমা 'হাওয়া' ও 'পরাণ' আগামীকাল আবারও সিনেমা হলে ফিরছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীমিত সময়ের জন্য ছবি ২টি আবারও মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। শুধু ১ দিনের জন্য সিনেমা ২টি সেখানে চলবে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাষা দিবসের দিন এই সিনেমা আবারও প্রদর্শন করতে যাচ্ছি। তবে এটা শুধু ২১ ফেব্রুয়ারিতেই চলবে। সেদিন ২ সিনেমার ১৩টি করে শো প্রদর্শন করা হবে'।

মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ অনেকেই।

অপরদিকে রায়হান রাফি পরিচালিত 'পরাণ' সিনেমায়  অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

 

Comments