লাউয়াছড়ায় ট্রেনের সর্বোচ্চ গতি ২০ কিলোমিটার
মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে।
আজ শনিবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বিষয়টি নিয়ে আমরা রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার পর, মন্ত্রণালয় এ সিদ্ধান্তের বিষয়ে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ রেলওয়েকে একটি চিঠি দেয়। আজ আমরা চিঠিটির একটি অনুলিপি পেয়েছি।'
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে দেওয়া ওই চিঠিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ ও জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এই পথে চলাচলকারী সব ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটারের নিচে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'রেল বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে জাতীয় উদ্যানের প্রাণীদের জীবনরক্ষা সম্ভব হবে। বাংলাদেশে এটিই প্রথম এ ধরনের উদ্যোগ।'
Comments