এয়ারবাস ও বোয়িং থেকে ৪৭০টি উড়োজাহাজ কিনছে টাটার এয়ার ইন্ডিয়া

রয়টার্স ফাইল ফটো

ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে ৪৭০টি যাত্রীবাহী উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

এনডিটিভি জানায়, ফ্রান্সের এয়ারবাস কোম্পানি থেকে ২৫০টি ও যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২২০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

মঙ্গলবার টাটা চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখর জানান, ফ্লাইটগুলো বিশ্বজুড়ে দীর্ঘতম রুটগুলোতে চলাচল করবে।

ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর 'উপস্থিতিতে' ঐতিহাসিক এ চুক্তি করে এয়ার ইন্ডিয়া। চুক্তির পর এক প্রতিক্রিয়ায় মোদি বলেছেন, 'এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।'

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যকার চুক্তিকে 'ঐতিহাসিক' চুক্তি বলে মন্তব্য করেছেন।

২০২১ সালের অক্টোবরে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারের কাছ থেকে কিনে নেয় টাটা গ্রুপ।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

7h ago