গাজীপুর

পদযাত্রা থেকে ‘বিএনপি কর্মীর’ পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ আ. লীগের

পদযাত্রা থেকে বিএনপি কর্মী পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ আওয়ামী লীগের। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এবং আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, পদযাত্রা থেকে বিএনপি কর্মী জাহিদুল ইসলাম জাহিদ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে হুমকি দিয়েছেন।

হামলায় গাজীপুর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১০টায় বরমী বাজারে পদযাত্রা বের করেন বরমী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পদযাত্রা চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।'

গাজীপুর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে বরমী বাজারে বরমী ইউনিয়ন বিএনপির পদযাত্রা চলছিল। কর্মসূচির শেষ পর্যায়ে বরমী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের ওপর হামলা করেন।'

তবে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশিদ ফরিদ ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে দলের কার্যালয়সহ উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনেছে তা সত্য নয়। আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী বিএনপি কর্মীদের ওপর হামলা করেনি। বিএনপি পদযাত্রার নামে নৈরাজ্য সৃষ্টি করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।'

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পণ্ডিত ডেইলি স্টারকে বলেন, 'নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসেছিলাম। নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালয়ে আসছিল। এসময় বিএনপির প্রায় ২ শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে দলীয় কার্যালয়ে হামলা করে। এসময় বিএনপি কর্মী জাহিদুল ইসলাম জাহিদ পিস্তল তাক করে গুলি করতে উদ্যত হন। পরে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহতের চেষ্টা করে। এসময় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের কয়েকটি চেয়ার ভাঙচুর করে।'

বরমী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীরা জানান, অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ বরমী গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।

বরমী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মিমি সরকার ডেইলি স্টারকে জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় তিনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা স্থানীয় ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির পদযাত্রা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র বের করতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago