আজ প্রমিস ডে
আমরা প্রায়ই বলি 'এটা আমার প্রমিস'। বাংলায় যাকে বলা যায় প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি। পরিবার, বন্ধুত্ব থেকে শুরু করে প্রেম- যেকোনো সম্পর্কের জন্য এই প্রমিস খুব গুরত্বপূর্ণ। কারণ, প্রমিস বা প্রতিশ্রুতি না রাখতে পারলে সম্পর্কে আস্থা কমতে শুরু করে। তাই, অবশ্যই প্রিয়জনকে দেওয়া প্রমিস রাখা উচিত।
আচ্ছা আপনি কি জানেন আজ প্রমিস ডে? প্রতিবছর ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে পালন করা হয়?
আর প্রমিস ডে প্রিয়জনদের প্রতি আমাদের অনুভূতির প্রকাশ এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। মানে ভালো এবং খারাপ উভয় সময়ে তাদের পাশে থাকার কথাটি আবার মনে করিয়ে দেয়।
যেকোনো সম্পর্কের জন্য প্রতিশ্রুতি দেওয়া এবং তা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো সুখী দম্পতির কাছে তাদের সুখের রহস্য জানতে চান, অবশ্যই উত্তর পাবেন- তারা সবসময় নিজেদের মধ্যে দেওয়া প্রমিস বা প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। আমরা জানি, যেকোনো সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে। আর এই বিশ্বাসের একটি ভিত্তি কিন্তু প্রমিস বা প্রতিশ্রুতি কিংবা প্রতিজ্ঞা। প্রমিস ডে আমাদের সম্পর্কের প্রতি আরও প্রতিশ্রুতিশীল হতে উৎসাহ যোগায়।
দিনটিকে বিশেষ করে তুলতে এখানে কিছু প্রমিস তুলে ধরা হলো। যেগুলো আপনি আপনার প্রিয়জনকে বলতে পারেন।
১. তোমার যেকোনো সমস্যায় আমি পাশে থাকব এবং কখনোই একা ছেড়ে যাব না।
২. আমি সবসময় তোমার সঙ্গে আছি। যদি যদি সবকিছু শেষ হয়ে যায়, তবুও আমাকে পাশে পাবে।
৩. আমি প্রমিস করছি, তোমাকে আরও ভালোবাসব। আর আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ।
Comments