সেপটিক ট্যাংক থেকে কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সহপাঠী আটক

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শায় নিখোঁজের পাঁচ দিন পর এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বুরুজবাগান এলাকার একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জেসমিন আক্তার পিঙ্কি (১৮) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাউরিয়া কেরালকেতা গ্রামে।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাদ আল-নাহিয়ান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে তার সহপাঠী আহসান কবির অংকুরকে (২০) আটক করেছে র‌্যাব।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) নিশাদ আল-নাহিয়ান ডেইলি স্টারকে বলেন, 'যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির মরদেহ নাভারন বুরুজবাগান এলাকায় সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।'

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'হত্যা করে লাশ গুমের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।'

Comments