তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৮০০

তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবন। ছবি: রয়টার্স
তুরস্কের কাহরামানমারাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবন। ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। 

আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির কর্মকর্তা অরহান তাতার জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮১ হয়েছে। এছাড়াও  ২০ হাজার ৫২৬ ব্যক্তি আহত হয়েছেন এবং মোট ৫ হাজার ৭৭৫ ভবন ধসে পড়েছে। 

সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৫৩১ জন। ফলে ২ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। 

তুরস্কে ভূমিকম্প
তুরস্কের দিয়াবাকির শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে স্বজনদের উদ্ধারের আকুতি। ৬ ফেব্রুয়ারি ২০২৩। ছবি: রয়টার্স

গতকাল সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ভূমিকম্পটি তুরস্কের গাজিআন্তাপ প্রদেশের নুরদাগি জেলার ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

আজ সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

 

Comments

The Daily Star  | English

Global shipping navigates Trump tariffs uncertainty

Cargo ships put to sea half empty, fluctuating freight rates and possible shipping route changes are some of the recent adjustments industry specialists have noted.

13m ago