মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ তানভীর

বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন। ছবি: সংগৃহীত

মিশরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন।

গতকাল শনিবার রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে মিশরের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা প্রতিযোগিতার উদ্বোধন করেন।‌

৮ ক্যাটাগরিতে উত্তীর্ণ প্রতিযোগীদের জন্য ১ম পুরস্কার ২ লাখ ৫০ হাজার গিনি ও ও ২য় পুরস্কার ১ লাখ ৫০ গিনি বা মিশরীয় পাউন্ড।‌

এর আগে হাফেজ তানভীর বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের তানভীর হোসাইন ঢাকার যাত্রাবাড়ী দনিয়া কাজলাস্থ শায়েখ নেছার আহমাদ আনছারী পারিচালিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তানভীর এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

আফছার হোসাইন: মিশরপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

2h ago