শিক্ষাক্রম নিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যাচার ও অপপ্রচার চলছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর স্টেডিয়াম শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'শিক্ষাক্রম নিয়ে যে মিথ্যাচার ও অপপ্রচার চলছে সেটি উদ্দেশ্যমূলক। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে এখন একটি গোষ্ঠী এর পিছনে লেগেছে।'

আজ শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষাক্রম নিয়ে যে এত রকমের কথা বলা হচ্ছে তার অধিকাংশ মিথ্যাচার। যেখানে ভুল আছে সেখানে আমরা নিশ্চয়ই সংশোধনী করেছি এবং করব। ভুল যেখানে চিহ্নিত হবে, সংশোধন করা হবে।'

তিনি আরও বলেন, 'শিক্ষাক্রম পরিবর্তনের এই ডামাডোলের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে, আপনারাও যেটাকে এড়িয়ে যাচ্ছেন প্রায়, সেটা হলো নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখন পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেটির মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষা পাচ্ছে এবং সত্যিকার অর্থে করে করে শিখছে, যেটি তারা সারাজীবন ধারণ করবে। আত্মস্থ ও প্রয়োগ করতে পারবে প্রয়োজনমতো।'

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ রাশেদ আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া অফিসার মো. তারেক হোসেনসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

চাঁদপুরের ৮ উপজেলা থেকে ৩২ ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানে অধিকারী ৫১২ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ীরা পরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

10m ago