বিশ্ববিদ্যালয়ে পা রাখার ২ দিন পরেই আইসিইউতে জাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে পা রাখার ২ দিন পরেই আইসিইউতে জাবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৫১তম ব্যাচে) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ হাসানের ৭-৮ জন বন্ধু। বিপরীত দিকের বটতলা এলাকা থেকে যাচ্ছিলেন জাহিদ হাসান। তারা বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল সংলগ্ন এলাকার সড়কে পৌঁছে বন্ধুদের দেখতে পান জাহিদ। এসময় তিনি একপাশ থেকে বন্ধুদের পাশে যেতে সড়ক অতিক্রম করতে যান। তখন পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

শিক্ষার্থীরা জানান, এ দুর্ঘটনায় আহত জাহিদকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান জাহিদের বন্ধুরা। আঘাত গুরুতর হওয়ায় তাকে সাভারে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জাহিদকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি রাকিব আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'চিকিৎসক আমাদের জানিয়েছেন জাহিদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, মাথার খুলি ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।'

রাত সাড়ে ১১টার দিকে জাবির প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, 'হাসপাতালে যাচ্ছি। এই মুহূর্তে আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।'

ক্যাম্পাসে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহতদের ঘটনা ছড়িয়ে পরলে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবিগুলো হলো- আহত শিক্ষার্থীর চিকিৎসা ও শিক্ষার ব্যয় প্রশাসনকে বহন করা, অভিযুক্তদের যথাযথ শাস্তি দেওয়া, রিকশা আর যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা, প্রত্যেক হলের সামনে স্পিড ব্রেকার দেওয়া।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

3h ago