মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় আরেক বাংলাদেশিসহ অভিযুক্ত ২

অভিযুক্ত ২ আসামি মো. মজিবুর রহমান এবং কে বিশ্বনাথ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার দায়ে আরেক বাংলাদেশিসহ ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অপর আসামি ভারতীয় বংশোদ্ভূত এক মালয়েশিয়ান নাগরিক।

এই অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে।

গতকাল মঙ্গলবার দেশটির সেলায়েংর ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসী বাংলাদেশি কর্মী খালেক শেখকে (৪১) হত্যার অভিযোগে বাংলাদেশি মো. মজিবুর রহমান এবং ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান কে বিশ্বনাথকে (৫৭) অভিযুক্ত করা হয়।

আদালতের বিচারক নুর হাফিজাহ রাজুনীর সামনে খালেক শেখকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়।

আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে আগামী ৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাতে সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেলাঙ্গর জেলার রাওয়াং বাতু আরাংয়ের জালান বেস্তারি জায়ায় রাস্তার পাশ থেকে লোহার কারখানার কর্মী খালেক শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

ময়নাতদন্তের রিপোর্ট অনুয়ায়ী, মাথায় গুরুতর আঘাতের কারণে খালেক শেখের মৃত্যু হয় ।  

এরপর জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিসহ এক স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। 

মালয়েশিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, প্রেমঘটিত বিষয় থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

লেখক:  মালয়েশিয়াপ্রবাসী  সাংবাদিক

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago