হবিগঞ্জে নৌ-পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪১) নামে এক নৌ-পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে ব্যবসায়ী পুলক দাশকে (২৮) গ্রেপ্তার  করা হয়েছে।

গতকাল সোমবার দিনগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর আলম বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 

গ্রেপ্তার পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে।

এ বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। রাতেই পুলককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।'

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে জাহাঙ্গীর মার্কুলি বাজারের একটি দোকানে লোকজনের সঙ্গে কথা বলার সময় হঠাৎ হামলা চালান পুলক দাস। এতে গুরুতর জখম হন কনস্টেবল জাহাঙ্গীর আলম। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ওসি অজয় কুমার দেবসহ পুলিশের কর্মকর্তারা। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই রাতেই পুলককে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

 

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

32m ago