দুর্নীতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়, এশিয়া-প্যাসিফিকে চতুর্থ

টিআইবির সংবাদ সম্মেলন। ছবি: স্টার

দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) ২০২২ এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪৭তম স্থানে রয়েছে।

আজ মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য প্রকাশ করেছে।

সিপিআই অনুসারে, বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৫-এ নেমে গেছে। গত বছর এই স্কোর ছিল ২৬।

টিআইবির সূচক। ছবি: সংগৃহীত

এ বিষয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'বাংলাদেশের সার্বিক পয়েন্ট ২৫-এ নেমে যাওয়া হতাশাজনক।'

বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। আফগানিস্তান এই অঞ্চলে শীর্ষস্থান দখল করে আছে।

সূচক অনুযায়ী, এশিয়া-প্যাসিফিকের ৩১টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

51m ago