জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.৫ শতাংশের পূর্বাভাস আইএমএফের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আজ মঙ্গলবার দেওয়া বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি আগে ৬ শতাংশ হবে বলা হলেও এখন তা কমিয়ে ৫ দশমিক ৫ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
govt employees punishment rule

Govt employees can now be punished for infractions within 14 working days

Law ministry issues ordinance amending the Public Service Act, 2018

2h ago