২৬ ফেব্রুয়ারি আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় চালু হতে পারে দূতাবাস

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে সফরে আসবেন।

আজ সোমবার বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন দ্য ডেইলি স্টারকে টেলিফোনে এ তথ্য জানিয়েছেন।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বা কনসুলার অফিস খুলতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, 'আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস বা কনসুলার অফিস খোলার বিষয়ে রাজি হয়েছে।'

তিনি আরও বলেন, বাংলাদেশও চায় আর্জেন্টিনায় দূতাবাস বা কনসুলার অফিস খুলতে। তবে তা কবে নাগাদ হতে পারে এখন নিশ্চিত বলা যাচ্ছে না।

'আর্জেন্টিনা যখন এখানে দূতাবাস খুলবে তখন তারা তাদের দেশে আমাদের দূতাবাস খোলার অনুরোধ করবে। এ ছাড়াও, আমাদের অর্থ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট দরকার,' যোগ করেন তিনি।

আর্জেন্টিনার সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ঢাকায় দূতাবাস খুলবেন কিনা সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, 'আমরা এখনো তার ভ্রমণসূচি পাইনি। তবে, দূতাবাস খোলার আগে কিছু নির্দিষ্ট প্রস্তুতি প্রয়োজন।'

তিনি জানান, বাংলাদেশ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোকে গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে নতুন উইং খোলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, 'বাংলাদেশ ইতোমধ্যে ব্রাজিলে দূতাবাস খুলেছে। লাতিন আমেরিকার অন্যান্য দেশেও মিশন খোলা হবে।'

Comments

The Daily Star  | English

AL leaders' houses, businesses smashed

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

2h ago