গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ মার্চ পর্যন্ত মুলতবি
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
শুনানি মুলতবি চেয়ে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ আলী হুসেন এ আদেশ দেন।
খালেদা জিয়া এখন অসুস্থ এবং সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে বের হয়ে নিজের গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ।
আজকের তারিখসহ আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন কারণ দেখিয়ে শুনানির জন্য ৪৪তম বার তারিখ নিলেন।
বর্তমানে জামিনে থাকা খন্দকার মোশাররফসহ আরও ১১ আসামি আজ আদালতে উপস্থিত ছিলেন।
গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সঙ্গে লেনদেনের সময় প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদা জিয়া ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করে।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৯ আসামির আগেই মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাসহ আরও ৩৩টি মামলা এখন দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন।
Comments