সাইকেলে হজযাত্রা: ‘ভিসা জটিলতায়’ ভারতে ঢুকতে পারেননি সেই থাই নাগরিক

বাইসাইকেলে হজের পথে বেনাপোল হয়ে ভারতে পৌঁছেছেন সালাম
বেনাপোল কাস্টমসে ইসা আব্দুল্লাহ সালাম। ছবি: স্টার

বাইসাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হওয়া ৬৪ বছর বয়সী থাইল্যান্ডের নাগরিক ইসা আব্দুল্লাহ সালামকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি।

আজ বুধবার বিকেলে বেনাপোল দিয়ে ভারতের ইমিগ্রেশন গেলে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন কর্মকর্তারা।

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাইসাইকেলে হজের পথে বেনাপোল হয়ে ভারতে পৌঁছেছেন সালাম
বাইসাইকেলে হজের পথে বেনাপোল হয়ে ভারতে পৌঁছেছেন ইসা আব্দুল্লাহ সালাম। ছবি: স্টার

তিনি বলেন, 'ভিসা জটিলতায় ভারতীয় ইমিগ্রেশন সড়ক পথ ব্যবহার না করে আকাশ পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি বেনাপোল বন্দরে দেরি না করে আবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।'

'ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাইটে কলকাতায় যাবেন। সেখান থেকে সাইকেল চালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে তার,' ওসি বলেন।

সাইকেল চালিয়ে সড়কপথে ভারত যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, 'তার কাছে ই-ভিসা আছে। ই-ভিসায় বাই রোডে, বাই এয়ারে- দুভাবেই ভারতে যাওয়া যায়।'

থাইল্যান্ডের নাগরিক ৬৪ বছর বয়সী ইসা আব্দুল্লাহ সালাম বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইরান, কাতার ও বাহরাইন হয়ে সৌদি আরবে যাবেন।

সাইকেল চালিয়ে ঢাকা থেকে রওনা হয়ে পথে বেশ কয়েকটি স্থানে বিরতির পর আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ইমিগ্রেশন ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

বাইসাইকেলে হজের পথে বেনাপোল হয়ে ভারতে পৌঁছেছেন সালাম
বেনাপোল কাস্টমসে ইসা আব্দুল্লাহ সালাম। ছবি: স্টার

এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকায় পৌঁছান ইসা আব্দুল্লাহ সালাম। তবে তিনি থ্যাইল্যান্ড থেকে ঢাকায় আসেন প্লেনে করে। বাংলাদেশ থেকে সৌদি আরবে সাইকেল চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

এদিকে থাই নাগরিকের এমন পরিকল্পনার কথা শুনে তাকে দেখার জন্য কৌতুহলী হয়ে ওঠেন বেনাপোলের স্থানীয় বাসিন্দারা। তার এই পরিকল্পনার সাধুবাদ জানান অনেকে।

জানা গেছে, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুল্লাহ সালাম প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। থাইল্যান্ডে চিয়াংরাই প্রদেশে সস্ত্রীক বসবাস করেন। তাদের কোনো সন্তান নেই।

ইসা আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, '৬ দেশ পাড়ি দিয়ে সৌদি আরব পৌঁছাতে ৬ মাস সময় লাগবে আমার। হজ পালন শেষে ভিন্ন পথে থাইল্যান্ডে ফিরব। মোট ১ বছর সময় লাগবে এ যাত্রায়।'

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago