‘রাজ্জাক আমার নায়ক-শিক্ষক’

নায়করাজ রাজ্জাক
নায়করাজের সঙ্গে এক সিনেমায় নূতন। ছবি: সংগৃহীত

নায়করাজ রাজ্জাক। ঢাকাই চলচ্চিত্রের অভিভাবক ছিলেন তিনি। এদেশের সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সিনেমার বরপুত্র রাজ্জাক। বাঙালির ঘরে ঘরে তার নামটি সুপরিচিত। কোটি মানুষের ভালোবাসায় এখনো সিক্ত তিনি।

আজ ২৩ জানুয়ারি নায়করাজ রাজ্জাকের জন্মদিন।

নায়করাজের বিপরীতে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন 'ওরা ১১ জন'-খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী নূতন।

অসংখ্য সিনেমার সফল অভিনেত্রী নূতন দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নায়করাজকে নিয়ে।

নূতন বলেন, 'নায়ক রাজ্জাক আমার অভিভাবক। তিনি না থাকলে চলচ্চিত্র শিল্পী হিসেবে পরিপূর্ণতা পেতাম না। নিজেকে মূল্যায়ন করতে পারতাম না। মাঝেমধ্যে একটু স্বার্থপরতা নিয়ে বলি রাজ্জাক আমার ভাই। যদিও রাজ্জাক ভাই সবার, সমগ্র দেশের।'

'বাংলা চলচ্চিত্রের অভিভাবক রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের আশীর্বাদ তিনি।'

নায়করাজ রাজ্জাক
নায়করাজের সঙ্গে অপর এক সিনেমায় শাবানা ও নূতন। ছবি: সংগৃহীত

'রাজ্জাক আমার নায়ক, আমার শিক্ষক। আমার পথপ্রদর্শক। আমার অভিনীত "নতুন প্রভাত" সিনেমার জন্য তিনি আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। স্বপ্নের নায়ককে সামনা-সামনি বসে দেখার সুযোগ ঘটেছিল তখন। সেই স্মৃতি আজও চোখে ভাসে। কী করে ভুলি সেই স্মৃতি?'

'সারাজীবন তার স্নেহের ছায়াতলে ছিলাম। তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ। তার কথা বলে শেষ করা যাবে না। সারাজীবন মনে পড়বে।'

'রাজ্জাকের মৃত্যুর সংবাদ শুনে দেখতে যেতে পারিনি। অতটা সাহস আমার নেই। তার চলে যাওয়ার সংবাদ শুনে মানসিক শক্তি হারিয়ে ফেলেছিলাম। তাই যেতে পারিনি। আমার কাছে আমার নায়ক, আমার আপনজন, আমার শিক্ষক, আমার মহানায়ক রাজ্জাক সারাজীবনই জীবিত।'

'প্রতিদিন, প্রতি মুহূর্তে রাজ্জাককে স্মরণ করি। খুব করে মনে করি। কষ্ট লাগে। তার জন্মদিনে ভালোবাসা-শ্রদ্ধা। যেখানে আছেন ভালো থাকুন।'

'অনেক সিনেমায় আমাকে সেকেন্ড লিড করা হয়েছিল। কিন্তু রাজ্জাক তার পরিচালিত ও প্রযোজিত বেশিরভাগ সিনেমায় আমাকে প্রধান নায়িকা করেছেন। বড় মনের মানুষই নয়, বড় মনের শিল্পী, বড় মনের পরিচালক ও বড় মনের প্রযোজকের পরিচয় দিয়েছেন তিনি। সেসব কথা ভুলি কেমন করে?'

'তিনি যখন "বৈকুণ্ঠের উইল" অবলম্বনে "সৎ ভাই" নির্মাণ করেন তখন অনেকেই বলেছিলেন, এটা তো শাবানার চরিত্র। শাবানা ছাড়া কাউকে মানাবে না। কিন্তু রাজ্জাক আমাকেই নিয়েছিলেন। রাজ্জাক এমনই। তিনি অনন্য।'

'দর্শকরা "কাবিন", "মিস্টার মাওলা" ও "মালামতি" নিয়ে এখনো আলোচনা করেন। সবশেষ অমাকে নিয়েছিলেন "কোটি টাকার ফকির" সিনেমায়। তাকে যদি সুপারস্টার বলতাম তিনি লজ্জা পেতেন। তার বিনয় ছিল। তিনি বলতেন, "আমার অভিনয়টা হচ্ছে কি?" তার মুখে এই কথা শুনে অবাক হয়ে থাকতাম আর ভাবতাম, কত বড় একজন অভিনেতার কত বড় বিনয়!'

'তার কাছ থেকেই বিনয়ী হওয়া, নিজেকে ছোট ভাবা, অহংকারী না হওয়া শিখেছিলাম। আমার অভিমান হয় কেন এত তাড়াতাড়ি তিনি চলে গেলেন?'

Comments

The Daily Star  | English

Bees & bucks: Beekeeping boosts rural incomes

From December to February, mustard fields across Bangladesh become buzzing ecosystems as bees, both wild and domesticated, diligently go from flower to flower in search of their most precious commodity: nectar.

14h ago