উপনির্বাচনে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই: হাইকোর্ট

উচ্চ আদালতে আইনজীবীর দপ্তরে হিরো আলম। ছবি: প্রথম আলোর সৌজন্যে

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালঞ্জ করে হিরো আলম পৃথক দুটি রিট আবেদন করেছিলেন।

তার আইনজীবী ইয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আদালতের এই আদেশের পরে হিরো আলমের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। 

উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। দুটি আসনের প্রতিটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের সইসহ সমর্থনসূচক তালিকায় গরমিল আছে উল্লেখ করে গত ৮ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করে দেন।

প্রার্থিতা ফিরে পেতে গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। পুনর্বিবেচনা শেষে কমিশন তার আপিল আবেদন খারিজ করে দিলে হিরো আলম উচ্চ আদালতে আসেন।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

6h ago