পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি চেয়ে করা রিট আবেদন খারিজ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রিট আবেদনটি যথাযথভাবে উপস্থাপন না করায় আজ রোববার বিচারপতি এম খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে আদালত বলেন, সরকার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে, যা একটি নীতিগত সিদ্ধান্ত। তাই আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

রিট আবেদনকারীর আইনজীবী ইয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে রিট আবেদনটি করা হবে কি না, সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি।

আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ।

গত বছরের ২৬ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিপিপি) সভাপতি কে এম আবু হানিফ হৃদয়।

রিট আবেদনের বরাত দিয়ে তার আইনজীবী ইয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত সংবিধানের ৩৬ অনুচ্ছেদের লঙ্ঘন।' 

এই অনুচ্ছেদে বলা আছে, 'জনস্বার্থে আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে, প্রত্যেক নাগরিকের সারা বাংলাদেশে অবাধে চলাফেরা, এর যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও পুনরায় প্রবেশের অধিকার থাকবে।'

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সেতু বিভাগ গত বছরের ২৬ জুন সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে।

Comments

The Daily Star  | English

First phase of Ijtema ends with ‘Akheri Munajat’

The final prayer was conducted by Maulana Zubair, top spiritual leader of Shura-e-Nezami, Bangladesh

1h ago