ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড

স্টার ডিজিটাল গ্রাফিক্স

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের বাসিন্দা চওনা বরুয়া, মং সা, চওনা, মং চেতে ও ম উয়া নাই এবং তারাইংনা শহরের বাসিন্দা লাম সিং।

পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের কাছে সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ওই ৬ নাগরিককে আটক করে কোস্টগার্ড বাহিনী।

এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ৬ মিয়ানমার নাগরিককে আসামি করে মামলা করেন।

আজ বুধবার মামলারটি সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে বিচারক সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago