‘আগামী দিনেও সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবো’

আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগামী দিনেও পুলিশ সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ বুধবার দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, 'এটা চ্যালেঞ্জিং সময়। প্রতিটি দিনের চ্যালেঞ্জ আমাদের অজানা। এরপরও আমরা প্রতি দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকি। আমরা মনে করি, আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা, দক্ষতা ও প্রশিক্ষণ আমাদের আছে।'

'দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশের যে সক্ষমতা রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সহযোগিতায় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ আমরা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি,' বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল-মামুন বলেন, 'বাংলাদেশ পুলিশ নির্বাচন বা যে কোনো পরিস্থিতি সব মোকাবিলা করে আসছে। অভিজ্ঞতা থেকে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকি, ইতোমধ্যে নির্বাচন বা ইভেন্টে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি, আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা বা নির্বাচনী দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।'

ইজতেমা প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, 'আমরা উভয়পক্ষের সঙ্গে বসেছি, কথা বলেছি। তাদের মধ্যে যে মতবিরোধ সেটা নিরসনের আহ্বান জানিয়েছি। তারা আমাদের কথা দিয়েছেন, ইজতেমায় একপক্ষ অপরপক্ষকে সহযোগিতা করবে। আমি বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উভয়পক্ষ আমাদের সহযোগিতা করবে। তারা আমাদের কথা দিয়েছেন, আমি তাদের ওপর আস্থা রাখতে চাই।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

4h ago