সিনেমার গানে অভিষেক ‘নাসেক নাসেক’ কণ্ঠশিল্পী অনিমেষের

সিনেমার গানে অভিষেক ‘নাসেক নাসেক’ কণ্ঠশিল্পী অনিমেষের
অনিমেষ রয়। ছবি: সংগৃহীত

সোহেল রানা বয়াতি পরিচালিত 'নয়া মানুষ' সিনেমায় 'সোনার মন' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ রয়। এটি তার কণ্ঠ দেওয়া প্রথম সিনেমার গান। গানটির কথা লিখেছেন সুজন হাজং, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

পরিচালক সোহেল রানা বয়াতি জানান, 'গানটি নিয়ে শিল্পী আর গীতিকারের সঙ্গে ৩ বছর আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে। পরে সঙ্গে যোগ হয়েছে ইমন চৌধুরীর মতো সংগীত পরিচালক। তিনি আমাদের গর্ব, তার সঙ্গে কাজ করতে পারা আনন্দের।'

অনিমেষ রয় বলেন, 'আমি ভাগ্যবান জীবনের প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি ইমন ভাইয়ের সংগীত পরিচালনায়। আসলে এই অনূভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।' 

ইমন চোধুরী বলেন, 'আমাদের দেশীয় চলচ্চিত্রের প্রতি আমার অন্যরকম ভালবাসা কাজ করে। 'নয়া মানুষ' চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে যে সুর জড়িয়ে আছে সেই আবহ ধরেই গানটির আয়োজন করেছি।'

আ মা ম হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

5h ago