শুকনো হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ
সিলেটের হাওরগুলোতে পানি কমে আসার সঙ্গে সঙ্গে জোরকদমে চলছে বোরো ধান আবাদের কর্মযজ্ঞ।
প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন কৃষকের ব্যস্ত সময় যাচ্ছে বছরের প্রধান এই অর্থকরী ফসল বপনের কাজে।
কৃষকরা বলছেন, এবার বোরো আবাদের শুরুর সময়টাতে আবহাওয়া অনুকূলে আছে। তাই তারা আগেভাগেই চারা বপন করে বৃষ্টি ও বন্যা আসার আগেই ফসল ঘরে তুলতে চান।
গত বছর বোরোর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও ভয়াবহ বন্যার কারণে অনেক কৃষক পাকা ধান ঘরে তুলতে পারেননি। আবার অনেকের ঘরে তোলা ধান ভেসে গিয়েছিল বন্যার পানিতে।
সম্প্রতি সিলেট সদর উপজেলা ও গোয়াইনঘাটের বিভিন্ন এলাকা ঘুরে বোরো ধান আবাদের এই ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ নাসির।
Comments