আর্জেন্টিনার হয়ে জেতা বিশ্বকাপ পদক রোমাকে দিলেন দিবালা

ছবি: রয়টার্স

বিশ্বকাপ জেতার পর উদযাপন করে আগেভাগে আর্জেন্টিনা থেকে ইতালিতে ফেরেন পাওলো দিবালা। ফিরে দারুণ এক নজির স্থাপন করলেন ২৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। কাতারের মাটিতে পাওয়া বিশ্বকাপ পদক ক্লাব এএস রোমার জাদুঘরে দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ইতালিয়ান গণমাধ্যম ফুটবল ইতালিয়া সম্প্রতি জানিয়েছে, ভক্ত-সমর্থকরা জাদুঘরে ভ্রমণের সময় অন্যান্য ঐতিহাসিক স্মারকের পাশাপাশি দেখতে পাবেন দিবালার বিশ্বকাপ পদকটি। তবে পাকাপাকিভাবে নয়, জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে বিশ্বজয়ের স্বীকৃতির চিরস্থায়ী স্মৃতিচিহ্নটি তিনি দিয়েছেন ধার হিসেবে। রোমা ছাড়লে বা চাইলে যে কোনো সময়ই এটি তিনি ফেরত নিতে পারবেন।

সবশেষ কাতার বিশ্বকাপে চোট সঙ্গী করেই গিয়েছিলেন দিবালা। ফুটবলের সর্বোচ্চ আসর চলাকালে সেরে উঠলেও আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির কৌশলের সঙ্গে খাপ না খাওয়ায় মূলত বেঞ্চেই থাকতে হয় তাকে। তবে সেমিফাইনাল ও ফাইনালে অল্প কিছু সময়ের জন্য তিনি মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর শিরোপা নির্ধারণী ম্যাচে দারুণ অবদানও রাখেন। আর্জেন্টিনার জয়ে টাইব্রেকারে তিনি করেছিলেন লক্ষ্যভেদ।

উদযাপনের জন্য জাতীয় দলের সতীর্থরা লম্বা ছুটি কাটালেও দিবালা তুলনামূলক বেশ আগে রোমায় ফেরেন। সামনে থাকা ম্যাচগুলোর প্রস্তুতির জন্য নেমে পড়েন অনুশীলনে। গত গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্তাস থেকে রোমায় নাম লেখান তিনি। সেখানে তাকে জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয়। শুরু থেকেই ক্লাবটির হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন তিনি।

প্রখ্যাত পর্তুগিজ কোচ জোসে মরিনহোর অধীনে রোমার জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলেছেন দিবালা। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজে করেছেন ৭ গোল। সতীর্থদের আরও ৩ গোলে তিনি রেখেছেন অবদান।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

3h ago