সোমালিল্যান্ডে বিক্ষোভকারী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ২০

সোমালিয়া, সোমালিল্যান্ড, আফ্রিকা,
এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ ও সামরিক বাহিনী সোমালিল্যান্ডের পূর্বাঞ্চলের শহর লাসকানুদে বিক্ষোভকারীদের সঙ্গে লড়াই করছে। ছবি: রয়টার্স

সোমালিয়ার বিচ্ছিন্ন এলাকা সোমালিল্যান্ডে কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

ওই এলাকার একটি সরকারি হাসপাতালের চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ ও সামরিক বাহিনী সোমালিল্যান্ডের পূর্বাঞ্চলের শহর লাসকানুদে বিক্ষোভকারীদের সঙ্গে লড়াই করছে। এটি সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর একটি।

লাসকানুদের পাবলিক ফেসিলিটি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ফারাহ রয়টার্সকে বলেন, এ ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, সোমালিল্যান্ড শহরটির নিয়ন্ত্রণ পান্টল্যান্ডের কাছে হস্তান্তর করা হোক এবং শহরে নিরাপত্তাহী নিশ্চিত করতে না পারায় নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করা হোক।

বিক্ষোভকারীদের মুখপাত্র আদান জামাক ওগল রয়টার্সকে বলেন, সোমালিল্যান্ড জোরপূর্বক লাসকানুদ দখল করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরাদের দাবি, তারা এখান থেকে চলে যাক।

সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু স্বাধীনতার দাবি করলেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারেনি। অঞ্চলটির বেশিরভাগ এলাকা শান্তিপূর্ণ থাকলেও সোমালিয়া ৩ দশক ধরে গৃহযুদ্ধ করেছে।

পান্টল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট আহমেদ এলমি ওসমান কারাশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছেন।

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

1h ago