তারকাদের নতুন বছরের প্রত্যাশা

জয়া আহসান, মেহজাবীন, মিম, মিথিলা, অপূর্ব, ফেরদৌস,

শুরু হলো নতুন বছর ২০২৩। নতুন বছরকে ঘিরে প্রত্যাশার শেষ নেই তারকাদের। নতুন নতুন কাজের সঙ্গে জড়াতে চাচ্ছেন তারকারা। কাজে ভিন্নতাও আনতে চাচ্ছেন কেউ কেউ। নতুন বছর নিয়ে তারকাদের প্রত্যাশার কথা জেনে নিন।

জয়া আহসান

সবার কল্যাণ হোক, সুন্দরের জয় হোক, ভালোর জয় হোক- নতুন বছরে এগুলোই প্রত্যাশা করি। কাজের ব্যাপারে বলব- যেভাবে পথ চলছি, যেভাবে সিনেমায় অভিনয় করছি- এভাবেই আগামীর পথচলা অব্যাহত রাখতে চাই। বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমায় সমানভাবে অভিনয় করতে চাই। ভালোর কোনো শেষ নেই। সেজন্য বলব- আরও ভালো ভালো গল্পে নতুন বছরে আমাকে দেখতে চাই। দর্শকের ভালো লাগবে তেমন কাজেই বেশি দেখতে চাই নতুন বছরে।

মেহজাবীন

নতুন বছরের প্রত্যাশা পরিচালকরা আরও ভালো ভালো কাজ করবেন, সাহসী গল্প নিয়ে কাজ করবেন, গল্পে ও পরিচালনায় আরও ভিন্নতা আনবেন। আমিও সেসব কাজে নিজেকে দেখতে পারব। সবাই যেন কাজের সুযোগ পায় তাও চাইব। গত বছর আমার ভালো কেটেছে। যা চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম- সেভাবেই অভিনয় করতে পেরেছি। কোনো আফসোস নেই। অভিনয়শিল্পী হিসেবে দর্শকের কাছাকাছি থাকতে পেরেছি। অভিনয়ের প্রশংসা পেয়েছি। মানুষের ভালোবাসা পেয়েছি। নতুন বছরেও একইভাবে এগিয়ে যেতে চাই।

মিম

গতবছর ভীষণ ভালো কেটেছে আমার। সিনেমা নিয়ে সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। অনেক মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। আমার ক্যারিয়ারকে প্লাস করেছে ২০২২ সালের সিনেমা। ২০২৩ সালেও একইভাবে এগিয়ে যেতে চাই। অনেক কাজের প্রতি কখনোই আগ্রহ ছিল না, আগামীতেও নেই। কম কাজ করলেও কোয়ালিটিফুল কাজের প্রতি সবসময় আগ্রহী ছিলাম। নতুন বছরেও থাকবে। অভিনয় দিয়ে এগোতে চাই।

মিথিলা

আমি তো জব করি। সেজন্য চাইলেও অভিনয়ে অনেক সময় দেওয়া সম্ভব হয় না। তারপরও যতটুকু সম্ভব ভালো কাজের মধ্যে থাকতে চাই। নতুন বছরে নতুন সিনেমা এবং ভালো সিনেমা যেন ক্যারিয়ারে যুক্ত হয় সেটাই প্রত্যাশা করি। চাকরিতে অনেক সময় দিতে হয়, এ বছরও দিতে হবে। কিন্তু, অভিনয়ে তো ভালোবাসার জায়গা। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমায় সময় দিতে চাই।

অপূর্ব

বছর জুড়ে অভিনয়ে ব্যস্ত সময় কাটিয়েছি। ভিন্নরকম কিছু কাজ করার সুযোগ হয়েছে। দর্শকপ্রিয়তাও পেয়েছে অনেক কাজ। ২০২৩ সালেও মনের মতো কিছু কাজ করতে চাই। যা মানুষকে আনন্দ দেবে। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, গতানুগতিক নয় ব্যতিক্রমী কাজ করতে চাই। এক রকম কাজ করতে চাই না। নতুন বছরেও আমার চাওয়া সেটাই। দিন শেষে কাজই টিকে থাকে। তাই কাজই সব।

ফেরদৌস

২০২২ সাল আমার জন্য খুব ভালো কেটেছে। বেশ কয়েকটি সিনেমা করেছি। উপস্থাপনা করেছি। বিরতির পর কলকাতার সিনেমায় অভিনয় করেছি। সত্য ঘটনা অবলম্বনে দুটি সিনেমা করেছি। একটি মুক্তিযুদ্ধের, অপরটি শেখ রাসেলের জীবনী নিয়ে। সব মিলিয়ে বছরটি সুন্দর কেটেছে। আমার প্রত্যাশা নতুন বছরও অনেক সুন্দর কাটবে, ভালো কাটবে। অভিনয় আমার সবকিছু। অভিনয়ই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার প্রত্যাশা নতুন বছরে ক্যারিয়ারে যেন নতুন নতুন এবং ভিন্ন ভিন্ন সিনেমা যুক্ত হয়।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

16m ago