উত্তরখানে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-মেয়েসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরখানে রাজাবাড়ী এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে মা-মেয়েসহ ৩ জন দগ্ধ হয়েছেন। 
দগ্ধরা হলেন ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামে একটি ৮তলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম বলেন, 'আমরা ভবনের তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকি। সন্ধ্যায় ডালিয়া, তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজু রান্নাঘরে যান। পরে গ্যাসের অটো চুলাতে জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের ৩ জনের শরীরে আগুন ধরে যায়। রুমের দরজা, জানালারও গ্লাস ভেঙে যায়।'

তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের এক কর্তব্যরত চিকিৎসক ডেইলি স্টারকে জানান, 'তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

AL leaders' homes, businesses destroyed, vandalised

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

54m ago