সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারে লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত লেগুনা চালক রাজু আহম্মেদ(২৪) মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হলো।

আজ শনিবার ভোররাতে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোট ৪ জন মারা গেছেন। আহও আরও ৪ জন এনাম মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন। নিহতের সবাই লেগুনার যাত্রী ছিলেন। লেগুনার চালকও মারা গেছেন।'

'নিহত ৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে,' বলেন তিনি।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের সাভার এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ফজলুল ফকির (৪০), নাসির উদ্দিন (৪০) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

30m ago