লালমনিরহাটে সাংবাদিককে পেটানোর অভিযোগ আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে

আহত সাংবাদিক হযরত আলী। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী তথ্য সংগ্রহ করার সময় স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরল আমিন ও তার লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের চম্পাফুল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরল আমিন সিন্দুর্ণা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আগামী ২৯ ডিসেম্বর সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

আহত সাংবাদিক হযরত আলী (২০) হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের পূর্ব সিন্দুর্ণা গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আহতাবস্থায় তাকে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হযরত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার রাতে চম্পাফুল এলাকায় নির্বাচনী তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন তার লোকজন নিয়ে আমার ওপর হামলা চালায়।'

'নির্বাচনের তথ্য সংগ্রহ করার কারণে হয়ত তারা আমার ওপর ক্ষিপ্ত ছিলেন,' তিনি বলেন।

পেটানোর ঘটনায় আজ শুক্রবার দুপুরে তিনি নুরল আমিনসহ ১৪-১৫ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন। 

অভিযুক্ত নুরল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের ওপর হামলার ঘটনা অস্বীকার করেন। ডেইলি স্টারকে তিনি বলেন, 'ওই সাংবাদিকের সঙ্গে কাদের কী হয়েছে, আমি জানি না।'

জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। হামলার ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
 

Comments

The Daily Star  | English

All 3 major parties backed Yunus' leadership: press secretary

Expressed support for a free, fair, and peaceful election under his administration, says Shafiqul Alam

35m ago