মহিলা সমিতিতে শুক্রবার প্রাচ্যনাটের নতুন নাটক ‘আগুনযাত্রা’

আগুনযাত্রা নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

নতুন নাটক মঞ্চে আনছে নাট্যদল প্রাচ্যনাট। দলটির ৪১তম প্রযোজনা 'আগুনযাত্রা' আগামীকাল শুক্রবার মঞ্চায়িত হতে যাচ্ছে।

মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা ৭টায় 'আগুনযাত্রা' নাটকের প্রথম প্রদর্শনী। 

ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা 'সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার' থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। 

নাটকের চরিত্র উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। গবেষণা করতে গিয়ে তিনি কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান।

আগুনযাত্রা নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আরেক হিজড়া আনারকলি জেল খাটছেন। 

উমা আরও কিছু সূত্র খুঁজে হিজড়াদের ডেরায় প্রবেশ করেন। ঘটনার সত্যতা উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করেন। সেইসঙ্গে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উন্মোচিত হয়।

নাটকটিতে অভিনয় করেছেন শা‌হেদ আলী, কাজী তৌ‌ফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান ভাষা, শার‌মিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর র‌হিম খান, র‌কি খান, তান‌জি কুন, মো. শ‌ওকত হো‌সেন, ডায়ানা ম্যার‌লিন, ফয়সাল সাদী, আহ‌মেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা না‌ভেদ, উচ্ছ্বাস তালুকদার। 

মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সঙ্গীত পরিকল্পনায় রাহুল আনন্দ, কো‌রিওগ্রা‌ফি করেছেন স্নাতা শাহ‌রিন। 

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

6h ago