রোনালদোকে ফেরানোর প্রসঙ্গে খেপে গেলেন স্পোর্টিং কোচ
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভঙ্গ করায় বর্তমানে একজন ফ্রি এজেন্ট ক্রিস্তিয়ানো রোনালদো। জানুয়ারির মধ্যে খুঁজতে হবে নতুন ক্লাব। শেষ পর্যন্ত কোথায় খেলবেন এ তারকা? আলোচনায় সৌদি আরবের ক্লাব আল নাসের। এছাড়া রয়েছে শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেও ফেরার গুঞ্জন।
তবে স্পোর্টিংয়ে ফেরার বিষয়টি কেবল গুঞ্জন আকারেই রয়ে গেছে। কখনোই এর অগ্রগতি হয়নি। দুই পক্ষের মধ্যে কোনো আলোচনাও হয়নি দাবি ক্লাব কর্তৃপক্ষের। আগেও বেশ কয়েকবারই এ কথা বলেছেন দলটির কোচ রুবেন আমোরিম। কিন্তু সংবাদ সম্মেলনে বরাবরই উঠে আসে রোনালদো প্রসঙ্গ।
বিশ্বকাপ শেষে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে ফের নানা গুঞ্জন উঠে আসছে। তাকে ফেরানো হবে কি-না এ প্রসঙ্গে সোমবার তাকা দি লিগার কোয়ার্টার ফাইনালে ব্রাগার বিপক্ষে নামার আগে ফের জানতে চাওয়া হয় স্পোর্টিং কোচের কাছে। তবে এবার আর মেজাজ ধরে রাখতে পারেননি আমোরিম। এই প্রশ্ন কেন রোনালদোকে করা হয় না তা উল্টো জানতে চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে আমোরিম বলেন, 'রোনালদো কাতারে ছিলেন, তখন তারা (গণমাধ্যম) তাকে জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছিল কিন্তু তারা তা করেনি। আমাকে কমপক্ষে ৫০০ বার জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু আমি ইতিমধ্যে এর উত্তর দিয়েছি।'
কেন রোনালদোকে স্পোর্টিংয়ে ফেরানো সম্ভব হচ্ছে না তা জানিয়ে গত অক্টোবরে এই স্পোর্টিং কোচ বলেছিলেন, 'স্পোর্টিংয়ের সবাই ক্রিস্তিয়ানোর ফিরে আসার স্বপ্ন দেখে। কিন্তু আমাদের কাছে তাকে তার বেতন দেওয়ার মতো টাকা নেই।'
গুঞ্জন রয়েছে রোনালদো স্পোর্টিংয়ে ফিরে আসুক এমনটা চান না আমোরিম। অথচ বয়সে প্রায় রোনালদোর সমান এ কোচ এক সময় খেলেছেন রোনালদোর সঙ্গেও। রোনালদো খেলা চালিয়ে গেলেও অবসর নিয়ে এখন পুরোদুস্তর কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমোরিম।
এ গুঞ্জন উড়িয়ে এর আগে স্পোর্টিং প্রেসিডেন্ট ফেদেরিকো ভারান্দাস বলেছিলেন, 'রুবেন আমোরিম তার (রোনালদো) আসায় বাধা দিচ্ছেন? অবশ্যই না। এমনকি এই প্রসঙ্গে কখনো কোনো কথাই হয়নি। হুগো ভিয়ানা বা আমোরিমের সঙ্গে আমার এমন কোনো কথাই হয়নি। এর কোনো অস্তিত্বই নেই। তবে আমি জানি এসব প্রেসে অনেক বিক্রি হয়।'
তবে রোনালদোকে স্পোর্টিংয়ে ফেরানোর প্রসঙ্গে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হুগো ভিয়ানা বলেছেন, 'এটা সেই (রোনালদো) ঠিক করবে সে কোথায় যাবে। আপনি কখনোই ভবিষ্যৎ বলতে পারবেন না... তাই সে যে সিদ্ধান্ত নিবে তা ভবিষ্যতেই দেখা যাবে।'
Comments