হবিগঞ্জে বাসচাপায় নিহত ২, আহত ৩

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও ১ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-উপজেলার বেজুড়া গ্রামের অটোরিকশা চালক নয়ন মিয়া ও যাত্রী পিয়াইম গ্রামের ফটিক মিয়া।

ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 'ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার চালকসহ ৫ জন আহত হন।' 

আহতাবস্থায় চালক নয়নকে স্থানীয় তিতাস হাসপাতালে ও যাত্রী ফটিক মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আহত অপর ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। তবে বাসচালক ও হেলপার পালাতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

14h ago