আর্জেন্টিনার একাদশে পারাদেস-তাগলিয়াফিকো
ক্রোয়েশিয়ার বিপক্ষেও প্রথম একাদশে নেই আনহেল দি মারিয়া। চোট কাটিয়ে এখনও শতভাগ ফিট হতে না পারায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে লিয়েন্দ্রো পারাদেসে আস্থা রেখেছেন এ কোচ। তবে চোট নিয়ে নানা শঙ্কা থাকলেও এ ম্যাচে শুরু থেকেই খেলছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল।
মঙ্গলবার ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার। লুসাইল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
দি মারিয়া প্রথম একাদশে না থাকলেও রয়েছেন বেঞ্চে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মতো শেষ দিকে দেখা যেতে পারে তাকে। শেষ ষোলোর ম্যাচে দি মারিয়ার জায়গায় আলেহান্দ্রো পাপু গোমেজকে খেলিয়েছিল আর্জেন্টিনা। তবে সে ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন। কোয়ার্টার ফাইনালে লিসেন্দ্রো মার্তিনেজকে অন্তর্ভুক্ত করে রক্ষণের শক্তি বাড়িয়েছিল আলবিসেলেস্তেরা।
ডাচদের বিপক্ষে খেলা একাদশ থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরিবর্তন এসেছে দুটি। লেফটব্যাক মার্কোস আকুনিয়া দুটি হলুদ কার্ড দেখায় এ ম্যাচে নিষিদ্ধ। তাই একাদশে তার পরিবর্তন ছিল নিশ্চিত। ডিফেন্ডার লিসেন্দ্রো মার্তিনেজকে বসিয়ে মাঝমাঠের শক্তি বাড়াতে এ ম্যাচে নেওয়া হয়েছে পারাদেসকে।
রাইটব্যাক হিসেবে খেলছেন নাহুয়েল মলিনাই। কারণ ডাচদের বিপক্ষে বদলি হিসেবে নামা গনসালো মন্তিয়েলও দুটি হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ। সেন্টারব্যাক হিসেবে খেলছেন নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো।
মাঝমাঠে যথারীতি থাকছেন এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পারাদেস। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। আজও প্রথম একাদশে রাখা হয়নি ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে।
বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। এর আগে ১৯৯৮ সালে প্রথম লড়াইয়ে আলবিসেলেস্তেরা জিতেছিল ১-০ গোলের ব্যবধানে। তবে সবশেষ মোকাবিলায় ২০১৮ বিশ্বকাপে ৩-০ গোলে মেসিদের হারিয়েছিল ক্রোয়েটরা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ: (৪-৪-২) এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিয়েন্দ্র পারাদেস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
Comments