'আগে থেকেই লেখা আছে মেসি বিশ্বকাপ জিতবে'
বর্ণিল ক্যারিয়ারের শেষভাগে চলে এসেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপই খুব সম্ভবত হতে চলেছে তার শেষ। অধরা সোনালী শিরোপাটা উঁচিয়ে ধরতে পারলে পূর্ণ হবে অর্জনের ষোলোকলা। সাবেক পিএসজি তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ সেটাই দেখতে চান। তার মতে, লুসাইল স্টেডিয়ামে আসরের ফাইনাল শেষে মেসির হাতেই শোভা পাবে বিশ্বকাপ।
ক্লাব ফুটবলে দীর্ঘ সময় দাপটের সঙ্গে খেলেছেন চাঁচাছোলা কথাবার্তার জন্য পরিচিত ইব্রা। সেসব এখন অতীত, সেরা ফর্ম অনেক আগেই হারিয়েছেন। নিজ জাতীয় দল সুইডেন বাছাই পর্ব পার করতে না পারায় কাতার বিশ্বকাপেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। তবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' নজর এড়িয়ে যাচ্ছে না বর্ষীয়ান এসি মিলান ফরোয়ার্ডের। তার বিশ্বাস, মেসি যে শিরোপা জিতবেন, ভাগ্যদেবী ইতোমধ্যে সেটা লিখে রেখেছেন।
মঙ্গলবার ৪১ বছর বয়সী স্ট্রাইকারকে গণমাধ্যমকর্মীরা চলতি বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নিতে বললে তিনি জবাব দেন, 'আমার মনে হয়, এটা আগেই লেখা হয়ে গেছে কে (শিরোপা) জিতবে। আপনারা জানেন আমি কার কথা বলছি। আমি মনে করি, মেসিই (বিশ্বকাপ) শিরোপা উঁচিয়ে ধরবে, এটা আগে থেকেই লেখা আছে।'
২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে নামীদামী অনেক ক্লাবেই খেলেছেন ইব্রাহিমোভিচ। গায়ে জড়িয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিও। মহাতারকা মেসির সঙ্গে তিনি ভাগাভাগি করেছিলেন ড্রেসিং রুম। পরবর্তীতে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়ে আলো কাড়েন ইব্রা। বর্তমানে সেখানেই খেলছেন মেসি। জাতীয় দল সুইডেনের হয়েও দারুণ পরিসংখ্যান ইব্রাহিমোভিচের। আন্তর্জাতিক মঞ্চে ১২১ ম্যাচ খেলে করেছেন ৬২ গোল।
Comments