আর্জেন্টিনাকে 'বিশেষ সুবিধা' দেন মেসি
সৌদি আরবের বিপক্ষে হার। এরপর টানা চারটি জয়। এই চার জয়ের তিনটি ধরতে গেলে এসেছে লিওনেল মেসির একক নৈপুণ্যেই। ক্যারিয়ারে শেষ বেলায় এসেও অসাধারণ ছন্দে খেলে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ মহাতারকা দলে থাকলে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পায় বলেই মনে করেন দলের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।
অথচ বয়সটা ৩৫ ছাড়িয়েছে মেসির। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতেই এসেছেন এবার। কারণ আগামী বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। সে বয়সে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা বেশ কঠিনই। কাতারেই তাই এবার যেন নিজেকে উজাড় করে দিচ্ছেন মেসি। গোল করছেন, করাচ্ছেন, সবমিলিয়ে দুর্দান্ত।
এমন জাদুকরী ছন্দে থাকা মেসি যখন দলে থাকে তখন স্বাভাবিকভাবেই পুরো স্কোয়াড বাড়তি অনুপ্রেরণা পায়। দলের সবার আত্মবিশ্বাস তখন থাকে তুঙ্গে। তার সঙ্গে তাল মিলিয়ে চলতেও সতীর্থদের সেরাটা দেওয়ার বিকল্প কিছুই থাকে না। আর এই কারণেই আর্জেন্টিনা বিশেষ সুবিধা পায় বলে মনে করেন তাগলিয়াফিকো।
'তিনি সবসময় এরকমই ছিলেন, আমাদের অধিনায়ক, আমাদের নেতা। তিনিই আমাদের চালনা করেন, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের এগিয়ে রাখেন। আমরা যখন খেলার মাঠে প্রবেশ করি তখন আমরা জানি যে আমাদের সঙ্গে তিনি আছেন এবং স্পষ্টতই আমরা আমাদের অনুপ্রাণিত হই, আমাদের সাহায্য করি, সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করি,' ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেন এ ডিফেন্ডার।
মেসিকে সঙ্গে পেয়ে সবার সমর্থনে নিজেদের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টাই তারা করে চলেছেন বলে জানান তাগলিয়াফিকো, 'সুতরাং, আমাদের জন্য, ভীষণ আনন্দের ব্যাপার যে তিনি আমাদের অধিনায়ক। সকলের সমর্থনে আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণের জন্য একত্রে কাজ করছি। আমাদের পাশে মেসি থাকা সবচেয়ে সুন্দর জিনিস।'
আজ মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। জয় পেলে ২০১৪ সালের পর আরও একটি ফাইনালে খেলবে দলটি। আর এ ম্যাচেও মেসি জাদু দেখার অপেক্ষায় রয়েছেন আর্জেন্টাইনরা।
Comments