দি মারিয়া ও দি পল ফিট হলেও যে ভাবনায় স্কালোনি

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের ফাইনাল উঠতে লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে রয়েছে এখন ক্রোয়েশিয়া নামক বাধা। লুকা মদ্রিচ, দমিনিক লিভাকোভিচদের বিপক্ষে সেমিফাইনালে নামার জন্য ফিট আছেন রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়া। তবে এই দুই তারকা কত মিনিট খেলতে পারবেন তা ভাবাচ্ছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিকে।

বিশ্বকাপ শুরুর আগেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দি মারিয়া। পেশিজনিত সমস্যায় ভুগছিলেন জুভেন্তাস তারকা। সময়মতো সেরে উঠে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ফের চোটে পড়েন তিনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে আর মাঠে নামা হয়নি তার। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে মাত্র আট মিনিটের জন্য তাকে মাঠে নামান স্কালোনি।

চলতি আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনার খেলা সবকটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাঝমাঠের সেনানী দি পল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও ডাচদের বিপক্ষে খেলেন তিনি। যদিও ওই ম্যাচের ৬৭তম মিনিটে তাকে বদলি করা হয়েছিল। এতে শঙ্কা জেগেছিল তার ফিটনেস নিয়ে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, 'তারা দুজনেই (দি পল-দি মারিয়া) ফিট আছে। আমাদের এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। আমাদের ভাবতে হবে যে কত মিনিট তারা খেলতে পারবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে আজ এমনকি আগামীকালও আছে। কিন্তু আমি যা বুঝেছি, দুজনেই খেলার জন্য ফিট আছে।'

এবারই প্রথম বিশ্বকাপ আয়োজিত হচ্ছে নভেম্বর-ডিসেম্বর মাসে, ব্যস্ত ক্লাব সূচির মধ্যে। ফলে শারীরিক ক্লান্তি কাটানোর পর্যাপ্ত সুযোগটুকু পর্যন্ত পাননি খেলোয়াড়রা। তাই তাদের চোটে পড়ার সম্ভাবনাও এবার অন্য যেকোনো আসরের চেয়ে তুলনামূলক বেশি। এসব মাথায় রেখেই হয়তো ক্রোয়েশিয়াকে মোকাবিলার আগে বাড়তি অনুশীলনের ঝুঁকি নেয়নি আর্জেন্টিনা।

৪৪ বছর বয়সী কোচ স্কালোনি যোগ করেছেন, '(গত শুক্রবারের নেদারল্যান্ডসের বিপক্ষে) ম্যাচের পরদিন আমরা ক্লান্তি কাটানোর কাজ করেছি। গতকালও একই কাজই করেছি। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে খুব একটা অনুশীলন করিনি। মূলত, কীভাবে আমরা খেলতে চাই, এসব কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের একটি অধিক পরিস্কার ধারণা আছে কীভাবে খেলতে হবে তা নিয়ে।'

লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। খেলা শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

Comments

The Daily Star  | English

Crowd control: Police seek to stop use of lethal weapon

The police may stop using lethal weapons and lead pellets for crowd control as their widespread use during the July mass uprising led to massive casualties and global criticism.

9h ago