ক্রোয়েশিয়া দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে: মদ্রিচ
অধিনায়ক লুকা মদ্রিচ শুধু ক্রোয়েশিয়া দল নয়, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেরও প্রাণভোমরা। তাই স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে মদ্রিচের মধ্যে। তবে শুধু অধিনায়কেরই নয়, পুরো ক্রোয়েশিয়া দলেই রিয়ালের ডিএনএ রয়েছে বলে জানান মদ্রিচ। কারণ এই দলটি কখনোই হাল ছাড়ে না।
বিস্ময়কর হলেও সত্যি সেমি-ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া এবার বিশ্বকাপে ম্যাচ জিতেছে মাত্র একটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র। এরপর কানাডার বিপক্ষে জয় পেলেও বেলজিয়ামের সঙ্গে ফের ড্র। এমনকি নকআউট পর্বের দুই ম্যাচে জাপান ও ব্রাজিলের সঙ্গেও ড্র। যদিও টাই-ব্রেকারের ভাগ্য পরীক্ষায় পরবর্তী রাউন্ডে উঠেছে তারাই।
তবে নকআউট পর্বের দুটি ম্যাচেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী তারাই। যেমনটা দেখা যায় রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। আর এটাই ক্রোয়েশিয়ার মূল শক্তি বলে জানান মদ্রিচ, 'আপনি বলতেই পারেন যে আমাদেরও রিয়াল মাদ্রিদের মতো একই ডিএনএ রয়েছে কারণ আমরা সবসময় শেষ পর্যন্ত চলতে থাকি এবং কখনো হাল ছাড়ি না।'
লুসাইল স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ক্রোয়েশিয়া। যে দলের রয়েছেন লিওনেল মেসির মতো তারকা। যিনি একাই পারেন ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে। অন্যদিকে ক্রোয়েশিয়ার সেরা মদ্রিচ। তাই অনেকেই লড়াইটা দুই এলএমটেনের মধ্যে দেখেছেন।
তবে লড়াইটা নির্দিষ্ট কোনো খেলোয়াড় নয় আর্জেন্টিনার সঙ্গে জানান মদ্রিচ, 'আমি একটি বড় দলের বিপক্ষে আরেকটি সেমিফাইনালে খেলতে চাই, আমি এটাই চাই, শুধু একজন খেলোয়াড়ের বিপক্ষে নয়। অবশ্যই, লিও অনেক বড়, সে তাদের সেরা খেলোয়াড়, এবং তাকে আটকাতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে আমরা প্রস্তুত এবং আমরা আমাদের সবটুকু দিতে যাচ্ছি। আমি আশা করি ফাইনালে ওঠার জন্য এটি যথেষ্ট হবে।'
গত বিশ্বকাপের ফাইনালিস্ট হলেও ক্রোয়েশিয়াকে নিয়ে তেমন আলোচনা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তারাই সেমি-ফাইনালে। আরও একটি ফাইনালের দ্বারপ্রান্তে। তবে তাদের কেউ বিবেচনা করলেই কিছুই আসে যায় না বলে মনে করেন এ রিয়াল মিডফিল্ডার, 'সবাই বড় দেশগুলোর দিকেই তাকায়, যেহেতু আমরা একটি ছোট দেশ, কেউ আমাদের বিবেচনা করে না, তবে এতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ অন্যরা ফেভারিট এবং আমরা ছায়া হয়ে আছি।'
টাই-ব্রেকারে বরাবরই দুর্দান্ত ক্রোয়েশিয়া। এখন পর্যন্ত কখনোই এ ভাগ্য পরীক্ষায় হারেনি তারা। কিন্তু তারপরও আর্জেন্টিনার বিপক্ষে নির্ধারিত সময়েই কাজটা সারতে চান ক্রোয়েট অধিনায়ক, 'অবশ্যই আমরা আগে (ম্যাচ) শেষ করতে চাই এবং পেনাল্টিতে যেতে চাই না, তবে জয়ের জন্য আমরা সবকিছু করতে ইচ্ছুক।'
Comments